• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিয়েটিভ ডিজাইন এন্ড আইটি সেন্টারের যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২১, ০৭:৫৯ পিএম
ক্রিয়েটিভ ডিজাইন এন্ড আইটি সেন্টারের যাত্রা শুরু

ফাইল ফটো

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ও “সৃজনশীলতাই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে নতুন উদ্যোগে যাত্রা শুরু করেছে “ক্রিয়েটিভ ডিজাইন এণ্ড আইটি সেন্টার” (সিডি আইটি)।

গত ৫ জুন বরিশালের উজিরপুর উপজেলার ওটরা রাস্তার মাথা বাজার (ভবানীপুর) নিজস্ব অফিসে এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাহাদাত সাঈদ বলেন, আমাদের যাত্রা শুধু ব্যবসায়ীক না, আমরা ব্যবসার মাধ্যমে মানবতা সেবা করতে চাই। আমরা এলাকার তরুনদের স্কিল তৈরী করে যোগ্য মানব সম্পদে রুপান্তর করতে চাই।

ক্রিয়েটিভ ডিজাইন এণ্ড আইটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

তিনি আরো বলেন, ক্রিয়েটিভ ডিজাইন তরুন সামজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর তৈরীর লক্ষ্যে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে যোগ্য নাগরিক তৈরীতে কাজ করছে।

তিনি বলেন, আমরা সবার দোয়া-ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

দোয়া পরিচালনা করেন মাহমুদুল হাসান, খতিব, ভবানীপুর বাইননূর জামে মসজিদ, মো. তানভির আদনান, খতিব, ওটরা আফাজউদ্দিন জামে মসজিদ।

এসময় উপস্থিত ছিলেন, মো. নাসিম মোল্লা সহসভাপতি ওটরা রাস্তার মাথা বাজার, ইলিয়াস হুসাইন অধ্যক্ষ, যোগীরকান্দা আব্দুর রব ফাজিল মাদ্রাসা, রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক, ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক, ভবানীপুর (হাই স্কুল সংলগ্ন) সরকারী প্রাথমিক বিদ্যালয়, মো.ওয়ালিউল্লাহ, সহসুপার, ওটরা মহিলা মাদ্রাসা, মো. বেলাল হুসাইন সিনিয়র শিক্ষক, ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, মো.ফজলুল হক শিক্ষক ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম, শিক্ষক, যোগীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়,মো. জহিরুল ইসলাম রিপন, শিক্ষক,মো. জুয়েল আলম, শিক্ষক, যোগীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মো. ফখরুল ইসলাম রিপন, শিক্ষক, দ: কুড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বাবু, মো. ইজাবুল মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!