• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফোনে অফার মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক নভেম্বর ২৯, ২০২১, ১২:২১ পিএম
ফোনে অফার মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে

ঢাকা : মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন অফারের মেসেজ গ্রাহকদের পাঠিয়ে থাকে। এগুলোকে প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে অধিকাংশই কোনো কাজের নয়। কোম্পানিগুলো যাতে এসব মেসেজ না পাঠায়, তাই আপনি চাইলে সে ব্যবস্থা নিতে পারেন।

চলুন তবে জেনে নেওয়া যাক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করার উপায়-

অফার মেসেজ বন্ধ করবেন যেভাবে

গ্রামীণফোন গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করতে *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করতে হবে। পুনরায় অফার মেসেজ চালু করতে

*১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

বাংলালিংক গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করতে ডায়াল করতে হবে *১২১*৭*১*২*১# নম্বরে।

 রবি ও এয়ারটেল গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।

এছাড়াও প্রমোশনাল মেসেজ আসা বন্ধ না হলে মেসেজের নোটিফিকেশনও বন্ধ করা যায়। এ জন্য স্মার্টফোনের মেসেজ অ্যাপের মধ্যে দেওয়া ফিচার ব্যবহার করে যেকোনো সিমের অফার মেসেজ নোটিফিকেশন বন্ধ করা সম্ভব। শাওমি ফোনের মেসেজ অ্যাপের মধ্যে কি ওয়ার্ড ধরে এবং নম্বর ধরে মেসেজ স্প্যাম মার্ক করা যায়, যার ফলে মেসেজগুলো আর ইনবক্সে আসে না। অন্যান্য ফোনেও এরকম ফিচার পাবেন। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও এটা করতে পারবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!