• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এক টুইটেই ছবি ও ভিডিও পোস্ট করা যাবে টুইটারে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মে ১০, ২০২২, ০১:৪৫ পিএম
এক টুইটেই ছবি ও ভিডিও পোস্ট করা যাবে টুইটারে

প্রতীকী ছবি

ঢাকা : একসাথে ছবি ও ভিডিও পোস্ট করার সুবিধা আনছে টুইটার। খুব শিগগিরই নতুন এই ফিচারটি লঞ্চ করতে পারে সাইটটি।

টুইটারের নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র একটি টুইটের মাধ্যমেই ছবি ও ভিডিও দুটোই পোস্ট করতে পারবেন। বর্তমানে মিডিয়ার ক্ষেত্রে একটি টুইটে চারটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করা যায়। এছাড়াও শোনা যাচ্ছে যে টুইটারের নতুন ফিচারের মাধ্যমে আরো বেশি মিডিয়া ফাইল যুক্ত করা যাবে।

অ্যাওয়ার্ড ফিচার ছাড়াও টুইটার নিয়ে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। এরই মধ্যে বিভিন্ন ধরনের নতুন ফিচারের কাজ শুরু করেছে সাইটটি।

রিপোর্ট অনুযায়ী টুইটার কাজ করে চলেছে স্ট্যাটাস ফিচার নিয়ে। এই ফিচারের ইউজাররা অন্যদের স্ট্যাটাস দেখতে পারবেন। একই সাথে সেখানে যোগ দিতে পারবেন এবং তা দেখতে পাবেন। এছাড়াও আরো অনেক ফিচার যুক্ত করতে যাচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!