• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরামকোর কাছে শীর্ষস্থান হারালো অ্যাপল


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০২২, ০৩:৩৩ পিএম
আরামকোর কাছে শীর্ষস্থান হারালো অ্যাপল

ঢাকা : বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির অবস্থান হারিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিশ্বে এ বছর অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার কারণে বিনিয়োগকারীরা প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দিয়ে তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানি আরামকোর শেয়ার কিনছেন। এ কারণেই সৌদি কোম্পানি আরামকোর কাছে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল।

বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত কয়েকদিন ধরে অ্যাপলের শেয়ারমূল্য নিচের দিকেই নামছে। বর্তমানে শেয়ারবাজারে অ্যাপলের প্রতিটি শেয়ারের মূল্য ২.৩৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, আরামকোর বাজারমূল্য এখন ২.৪২ ট্রিলিয়ন ডলার।

মূলত, প্রযুক্তি পণ্যের বিক্রি কমে যাওয়ায় এ বছর অ্যাপলের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারণে বিনিয়োগকারীরাও প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দিচ্ছেন। এতে অ্যাপলের শেয়ারমূল্য বছরের শুরুর অবস্থান থেকে শতকরা প্রায় ২০ ভাগ নিচে নেমেছে।

উল্লেখ্য, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ সৌদি আরবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো গত বছর দ্বিগুণ মুনাফা করেছে।

২০২০ সালের পর এই প্রথম আরামকো শীর্ষস্থানে পৌঁছালো। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ বছর পুঁজিবাজারে জ্বালানি উৎপাদকদের মূল্য বেড়েছে।‎

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!