• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুইটার ক্রয়চুক্তি স্থগিত করলেন ইলন মাস্ক


নিউজ ডেস্ক মে ১৩, ২০২২, ০৫:২১ পিএম
টুইটার ক্রয়চুক্তি স্থগিত করলেন ইলন মাস্ক

ঢাকা: স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও না পাওয়ার কথা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি আপাতত স্থগিতের কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এখনও মেলেনি বিধায় টুইটার ক্রয়চুক্তি আপাতত স্থগিত করা হলো। টুইটারের প্রায় পাঁচ শতাংশ এমন স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট।’

তবে মাস্কের চুক্তি স্থগিত প্রসঙ্গে এখনও রয়টার্সকে কোনো বক্তব্য দেয়নি টুইটার।

এরই মধ্যে শেয়ার বাজারে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটির ১৭ শতাংশ শেয়ার পড়ে গেছে।

অন্যদিকে, টুইটার কিনে নেওয়ার খবরে ইলন মাস্কের অন্যান্য কোম্পানির শেয়ারেও ব্যাপক দরপতন হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!