• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম ব্যবহার করতে লাগবে টাকা


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২২, ০১:৩৩ পিএম
এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম ব্যবহার করতে লাগবে টাকা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম কয়েকটি ‘পেইড’ ফিচার আনছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তার কর্মচারীদের কাছে একটি ইন্টার্নাল নোটিশ পাঠিয়েছে। তাতে অনুমান করা যাচ্ছে ফিচারগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেটা। যদিও এ নিয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গ আগেই ইঙ্গিত দিয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, মেটার পেইড ফিচার কার্যকর করার জন্য ইতিমধ্যে ‘নিউ মনিটাইজেশন এক্সপিরিয়েন্সেস’ নামক একটি নতুন পণ্য সংস্থা তৈরি করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ভার্জের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে মেটার ভাইস প্রেসিডেন্ট জন হেগম্যান দাবি করেছেন, ‘আমি মনে করি, আমরা নতুন ধরনের পণ্য, বৈশিষ্ট্য এবং অভিজ্ঞতা তৈরি করার সুযোগ দেখতে পাচ্ছি। যেগুলোর জন্য মানুষজন অর্থ প্রদানে আগ্রহী।’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর এই সাবস্ক্রিপশন মডেল নতুন কোনো বিষয়টি নয়। আগে থেকেই টুইটারের ‘টুইটার ব্লু’ পেইড সাবস্ক্রিপশন পরিসেবা রয়েছে, যেখানে ব্যবহারকারীরা অর্থ প্রদান করে বিশেষ ফিচারের অ্যাক্সেস পান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!