• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুৎ ছাড়াই মোবাইল চার্জ হবে শরীরের তাপে!


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৬, ০৪:২৭ পিএম
বিদ্যুৎ ছাড়াই মোবাইল চার্জ হবে শরীরের তাপে!

সোনালীনিউজ ডেস্ক

পথ চলতে চলতে মোবাইলে কথা বন্ধ হয়ে গেছে? কারণ চার্জ শেষ? বাড়ি থেকে বের হওয়ার আগে শখের এবং কাজের মোবাইলে চার্জ দেওয়ার কথা প্রায় সবাই বেমামুল ভুলে যান৷ তার উপর আবার সঙ্গে করে চার্জার আনতেও ভুলে অনেকে৷ এই অবস্থায় হয় মোবাইল বন্ধ করে রাখতে হয়৷ নয়তো বন্ধু-সহকর্মীদের কাছে মোবাইল চার্জার চেয়ে বিপদ মুক্ত হতে হয়৷ তাহলে যে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন বলেই মনে হবে৷ সারাদিনে ফোন আসুক না আসুক, মোবাইলে চার্জ না থাকলে যেন মনে হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ এবার আর কোনো চিন্তা নেই৷ মোবাইলে চার্জ না থাকুক, ইলেকট্রিক থাকুক আ না থাকুক, কোনো পরোয়া নেই৷ কারণ, অভিনব পদ্ধতিতে এবার মোবাইল চার্জ হবে আপনার শরীরের তাপে৷ আঙ্গুলের ছোঁয়ায় চার্জ হবে আপনার মোবাইল ফোন৷ কীভাবে এটা সম্ভব? জেনে নিন খুব সহজে৷
শরীরের তাপ থেকে মোবাইল চার্জ দিতে কী কী প্রয়োজন?
১) ইউএসবি চার্জিং কেবল, ২) দু’টো সিলভার কয়েন, ৩) এক টুকরো কাগজ এবং ৪) পেপার ক্লিপ

কীভাবে চার্জ দিতে হবে?
ইউএসবি কেবলটি মোবাইলে লাগাতে হবে৷ ইউএসবি কেবলের অন্যপ্রান্তে একটি পেপার ক্লিক ঢুকিয়ে দিতে হবে৷ ক্লিক এবং কেবল কানেকটারের মাঝে কাগজের টুকরোটি রাখতে হবে৷ এবার ক্লিপের উপর একটি সিলভার কয়েন রাখতে হবে৷ সবশেষে কেবল কানেকটরের নিচে অন্য কয়েনটি রাখতে হবে৷ এবার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরলেই মোবাইলে চার্জ নেওয়া শুরু হবে৷ বিনা বিদ্যুতেই এবার আপনার মোবাইল চার্জ হবে৷ কোন ঝঞ্ঝাট ছাড়াই৷ পথেঘাটে-মাঠে যখন খুশি মোবাইলে এবার চার্জ দিতে পারবেন৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!