• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হবে


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২১, ২০২০, ০৩:৫৬ পিএম
পাকিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হবে

ঢাকা: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির কথা বিবেচনায় রেখেই পাকিস্তানের বিপক্ষে তারুণ্য নির্ভর দল গড়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, পাকিস্তান সিরিজ হবে চ্যালেঞ্জিং। তবে সবাই মিলে পারফর্ম করলে ইতিবাচক ফল আসবে।

তিনি বলেন, এই সিরিজটাতে যদি আমরা ভালো করতে চাই; পাকিস্তান টি-টোয়েন্টিতে খুব ভালো দল তাদের হারাতে হবে খুব ভালো খেলার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে শুধু সিনিয়ররা নয়, তরুণদেরও ভালো খেলতে হবে। তাদেরকে নেওয়ার একটা উদ্দেশ্য আছে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। পরিকল্পনা মতই এগোচ্ছি। তবে পাকিস্তান সফরের জন্য আরেকটু সময় পেলে ভালো হতো।

এদিকে, প্রথম বারের মত জাতীয় দলে ডাক পাওয়া তরুণ পেসার হাসান মাহমুদ চান বিপিএলের পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে পাকিস্তান সিরিজে ভাল করতে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেসার হাসান মাহমুদ বলেন, 'পাকিস্তান সফরে পরিকল্পনা থাকবে বিপিএলে যেভাবে বল করেছিলাম সেই ধারাবাহিকতাটা বজায় রাখার।'

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!