• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল খেলোয়াড় ব্রায়ান নিহত


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৭, ২০২০, ১০:১৫ এএম
হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল খেলোয়াড় ব্রায়ান নিহত

ঢাকা : হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কবে ব্রায়ানসহ পাঁচজন নিহত হয়েছেন। 

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবে ব্রায়ান ছাড়া বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদমাধ্যম টিএমজেডফোর এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, কবে ব্রায়ান বাকি চরজনসহ তার ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে ভ্রমণ করছিলেন। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে তাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। সেসময়ে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে বোর্ডে থাকা পাঁচজনই মারা গেছেন।

উল্লেখ্য, কবে ব্রায়ান একজন বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড়। তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। তিনি স্কুলে থাকাকালীন এনবিএতে যোগ দেন এবং তার খেলোয়াড়ি জীবনে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!