• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবা হবেন কোহলি, ভুগবে ভারত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৩, ২০২০, ০৮:০৮ পিএম
বাবা হবেন কোহলি, ভুগবে ভারত

ছবি : ইন্টারনেট

ঢাকা : প্রথমবারের মতো বাবা হতে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে থাকছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট সিরিজে কোহলির অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। ব্যাটিং লাইন-আপে কোহলির মতো ব্যাটসম্যান না থাকাটা ও আক্রমণাত্মক অধিনায়কের নেতৃত্বগুণ ভারতকে ভোগাবে বলে মনে করেন চ্যাপেল।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে নিজের কলামে চ্যাপেল লিখেন, ‘স্ত্রীর প্রথম সন্তানের জন্মের জন্য কোহলি দেশে ফিরে গেলে দল নির্বাচন নিয়ে সমস্যায় পড়বে ভারত। ভারতের ব্যাটিং অর্ডারে বড় ধরনের শুন্যতা তৈরি হবে। ব্যাটিং লাইন-আপ সাজাতে চিন্তায় পড়বে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। তবে উদীয়মান তরুণদের জন্য বড় সুযোগ তৈরি হবে। অধিনায়ক কোহলির নেতৃত্বগুনও মিস করবে ভারত। টেস্টে কোহলির মতো অধিনায়ক এই মূর্হুতে ভারত দলে তেমন কেউই নেই।’

এদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ও নতুন উইল পুকোভস্কিকে ওপেনিংয়ে দেখতে চান চ্যাপেল। জো বার্নসের জায়গায় পুকোভস্কি ভালো করবে বলে মনে করেন তিনি। চ্যাপেলের মতে, ‘পুকোভস্কি প্রমাণ করেছে যে, এই পর্যায়ের জন্য সে যোগ্য। টেস্টে সে সফল হতে পারে কি-না সেটিই দেখার বিষয়।’

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!