• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহর কাছে হারলো তামিম একাদশ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৪, ২০২১, ০৭:১১ পিএম
মাহমুদউল্লাহর কাছে হারলো তামিম একাদশ

সংগৃহীত

ঢাকা : প্রথম আন্তঃ-স্কোয়াড অনুশীলন ম্যাচে তামিম একাদশকে পরাজিত করেছেন মাহমুদউল্লাহ একাদশ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রথম ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়। 

৪০ ওভারের এই ম্যাচে ৩৭.২ ওভারে তামিমের দল সবকটি উইকেট হারিয়ে ১৬১ রান করে। সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হোসেন। তামিম করেন ২৮ রান। 

জবাবে ব্যাট করতে নেমে ৩৬.৫ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় মাহমুদউল্লাহ একাদশ। ১৬২ রানে মধ্যে মাহমুদউল্লাহ ৫১ রান করে অপরিজত ছিলেন। নাইম শেখ করেন ৪৩ রান এবং মুশফিকুর করেন ২৮ রান। বল হাতে হাসান মাহমুদ ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। শরিফুল ও আল-আমিন দুটি করে উইকেট পান।  

সংক্ষিপ্ত স্কোর: 

তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১/১০ (আফিফ ৩৫, তামিম ২৮, শান্ত ২৭, সৌম্য ২৪, মিথুন ১৬। বল হাতে হাসান মাহমুদ ৪/২১, শরিফুল ২/২৭, আল-আমিন ২/৩২)।

মাহমুদউল্লাহ একাদশ: ৩৬.৫ ওভারে ১৬২/৫ (মাহমুদউল্লাহ ৫১ *, নাইম শেখ ৪৩, মুশফিকুর ২৮, মিরাজ ১৩ *, সাকিব ৯)।

ফলাফল: মাহমুদউল্লাহ একাদশ ৫ উইকেটে জয়।

তামিম একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাইফুদ্দিন, রুবেল হোসেন, মাহেদী হাসান।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মেহিদী হাসান মীরাজ, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, নাইম শেখ। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!