• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ

টাইগারদের ১৮ সদস্যের দল ঘোষণা, নতুন মুখ ৩


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০২১, ০৪:২৩ পিএম
টাইগারদের ১৮ সদস্যের দল ঘোষণা, নতুন মুখ ৩

ফাইল ফটো

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার মেহেদি হাসান, ফাস্ট বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

২৪ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের সামঞ্জস্যতায় দেওয়া হয়েছে দলে। 

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যদিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাহাদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!