• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিচের ঘূর্ণিতে কুপোকাত শ্রীলংকা, ইংল্যান্ডের জিতলে লাগবে ৩৮


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৭, ২০২১, ০৮:২৬ পিএম
লিচের ঘূর্ণিতে কুপোকাত শ্রীলংকা, ইংল্যান্ডের জিতলে লাগবে ৩৮

ছবি : ইন্টারনেট

ঢাকা : শেষ দিনে লংকানদের বিপক্ষে গল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন আরো ৩৮ রান। গল টেস্টের চতুর্থ দিন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও জ্যাক লিচের ঘূর্ণিতে শেষ বিকেলে মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক শ্রীলংকা। ইংল্যান্ডের হয়ে বল হাতে একাই পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। 

এ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ৭৪ রানের টার্গেট দিয়েছে লংকানরা। ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলংকা। চতুর্থ দিনের শুরুতে নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে নামা এম্বুলদেনিয়া আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে ঘুরে দাঁড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন থিরিমান্নে। 

এক প্রান্তে হাল ধরে রেখে ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন থিরিমান্নে। সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। স্যাম কারানের বলে আউট হওয়ার আগে করেন ১১১ রান।  এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলংকা। ব্যাট হাতে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান ম্যাথিউজ। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৭১ রান সংগ্রহ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫৯ রানে অল আউট হয় শ্রীলংকা। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৩ রানের লিড পায় তারা। 

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩৮ রান করে চতুর্থ দিন শেষ করে জো রুটের দল। শ্রীলংকার হয়ে দুটি উইকেট নেন স্পিনার এম্বুলদেনিয়া। গল টেস্টে শেষ দিনে লংকানদের বিপক্ষে জিততে ইংল্যান্ডের প্রয়োজন আরো ৩৮ রান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!