• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ শিবিরে আকিলের জোড়া আঘাত


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২০, ২০২১, ০৪:৩৯ পিএম
বাংলাদেশ শিবিরে আকিলের জোড়া আঘাত

ফাইল ছবি

ঢাকা : করোনার কারণে থেমে থাকার প্রায় এক বছর পর মাঠে ফিরল টাইগাররা। বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সাকিব ও অভিষিক্ত হাসান মাহামুদের বোলিং তাণ্ডবে ১২২ রানে শেষ হয় ক্যারিবীয়ানদের ইনিংস। 

মাত্র ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হচ্ছিলো বাংলাদেশের। ১৩.২ ওভারে পর্যন্ত কোন উইকেট পড়েনি। তবে ৪৭ রানের মাথায় লিটন দাসকে ফেরান আকিল হোসেইন। ৩৮ বল খেলে ২ চারের সাহায্যে ১৪ রান করেন লিটন। এর পর শান্তকে ১ রানে বিদায় করেন আকিল। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ।  

এর আগে শুরুতেই ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন দ্য ফিজ। সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে এলবির মাধ্যমে প্রথম শিকার বানান মুস্তাফিজ। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেছেন ৭ রান।

তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিট পরই বন্ধ হয়ে যায় মাঠের খেলা। বন্ধ হওয়ার আগে ৩.৩ ওভার ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়ে তারা করে ১৫ রান।  বৃষ্টি কমলে মাঠে খেলা গড়ালে মুস্তাফিজের হাতে ফের ধরা দেয় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেট। লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে ঘরে ফেরেন জশুয়া ডা সিলভা।

অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থির ব্যাটে আগাচ্ছিল সফরকারীরা। তবে এবার বাধ সাধলো সাকিব। বোল্ড করে আন্দ্রে ম্যাকার্থিকে (১২) ঘরে ফেরালেন এ অলরাউন্ডার। ফের সাকিবের আঘাত। মুশফিকের কাছে ক্যাচ বানিয়ে ফেরালেন জেসন মোহাম্মদকে। ১৭ রানে মাঠ ছাড়লেন ক্যারিবীয় অধিনায়ক। আব্রো সাকিব এবার তার শিকার এনক্রুমাহ বোনার(০)।

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেকেই পরপর তুলেনিলেন ৩ উইকেট। এরপর মেহেদি মিরাজের আঘাত। বাংলাদেশের বোলিং তাণ্ডবে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। এরপর সাকিবের আঘাত। ৩৩.২ ওভাবে থেমে গেলে ওয়েস্ট ইন্ডিজেই ইনিংস।  

এই একাদশে বাংলাদেশ দলে সবমিলিয়ে পরিবর্তন ছয়টি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে ছয়জনের। রানের মাথায় লিটন দাসকে ফেরান 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১২২/১০ (ওভার ৩২.২) ( কাইল মায়ার্স ৪০, রভম্যান পাওয়েল ২৮, জেসন মোহাম্মদ ১৭, সাকিব ৪/৮, হাসান মাহুমদ ৩/২৮. মুস্তাফিজুর রহমান ২/২০)

বাংলাদেশ : বাংলাদেশ: ৫৭/২ (১৬ ওভার) (তামিম ২৬*, লিটন ১৪, শান্তু ১, সাকিব ০)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জ্যাসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন্ড রেইফার, আলজারি জোসেফ ও চিমার হোল্ডার।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!