• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিয় দাদিকে হারালেন বাংলাদেশ অধিনায়ক


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২১, ২০২১, ০৩:৫৭ পিএম
প্রিয় দাদিকে হারালেন বাংলাদেশ অধিনায়ক

ফাইল ছবি

ঢাকা : ক্রিকেটার সাকিব আল হাসান গত সপ্তাহে তার প্রিয় দাদিকে হারিয়েছেন। এর মাত্র ছয় দিনের মাথায় এবার দাদি হারালেন তারকা ফুটবলার ও বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার দাদি হামিদা খাতুন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চংভাদেরা গ্রামের নিজ বাসভবনে মারা গেছেন।

মৃত্যুর সময় হামিদা খাতুনের বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি। তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জামাল ভূঁইয়া বর্তমানে আই লিগ খেলার জন্য ভারতে আছেন। পশ্চিমবঙ্গের জায়ান্ট কলকাতা মোহামেডানের জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশি এই ফুটবলার।

জামাল ভূঁইয়ার দাদি হামিদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সব স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সব কর্মকর্তা-কর্মচারী শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!