• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিপিএলে বিপুল শর্মার ঝড়, মুশফিকের ফিফটি


ক্রীড়া প্রতিবেদক জুন ৪, ২০১৬, ০৭:৩৩ পিএম
ডিপিএলে বিপুল শর্মার ঝড়, মুশফিকের ফিফটি

সদ্য সমাপ্ত আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন বিপুল শর্মা। দ্বিতীয় কোয়ালিফার ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে শেষ দিকে নেমে ঝড় তুলেছিলেন তিনি। ১১ বলে ৩ ছক্কায় করেছিলেন ২৭ রান। ডেভিড ওয়র্নার ও তার ঝড়ো ইনিংসে ভর করে ফাইনালের টিকিট পায় হায়দরাবাদ।

আইপিএল শেষে ঢাকায় আসেন বিপুল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঝড়ো সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেটার। ৮৬ বলে ঠিক ১০০ রান করে দেওয়ান সাব্বিরের এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিপুল। তার ইনিংসটি ছিল ৬টি চার ও ৮টি ছক্কায় সাজানো।

একই ম্যাচে ফিফটি করেছেন মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ৭৫ রানের ইনিংস। মোহামেডানের অধিনায়কের ৭১ বলের ইনিংসটি ছিল পাঁচটি চার ও দুটি ছক্কায় সমৃদ্ধ। তিনি শিকার দেওয়ান সাব্বিরের।

বিপুল-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯০ রান করেছে মোহামেডান। জয়ের জন্য মাশরাফি বিন মুর্তজার দল কলাবাগান ক্রীড়া চক্রকে ২৯১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তারা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!