• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বিশেষ ট্রাউজার’ পরে নিউজিল্যান্ডে খেলবে রিয়াদ বাহিনী


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৩:৪০ পিএম
‘বিশেষ ট্রাউজার’ পরে নিউজিল্যান্ডে খেলবে রিয়াদ বাহিনী

সংগৃহীত

ঢাকা : তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডের মাটিতে তামিম-রিয়াদ বাহিনী। এই সফরে বিশেষভাবে তৈরি ট্রাউজার পরে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় তামিম-রিয়াদ বাহিনী। 

আর সেখানে পৌঁছেই ৩৫ সদস্যের দলের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফল নেগেটিভ এলে এরপর ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি হাইপারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে সবাই। কিইউদের বিপক্ষে এ সফরে বিশেষভাবে তৈরি ট্রাউজার পরে খেলতে নামবে বাংলাদেশ দল। 

এবারের ট্রাউজারকে বিশেষ বলা হচ্ছে, কারণ এতে বল ঘষলে সেটার উজ্জ্বলতা বেশি সময় ধরে রাখা যায়। 

এদিকে সারা বিশ্বের করোনা পরিস্থিতির কারণে লালার মাধ্যমে বলের উজ্জ্বলতা ধরে রাখার বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। এর ফলে পুরনো বল নিয়ে সমস্যায় পড়ছেন বোলাররা। রিভার্স সুইং আদায়ে সবারই বেশ কষ্ট হচ্ছে। টাইগারদের সেই সমস্যা সমাধানে অভিনব উপায় বের করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে বিশেষ ধরনের ট্রাউজার পরে খেলবে টাইগাররা। সাধারণ কাপড়ের চেয়ে খানিক ভিন্ন হবে থাইল্যান্ড থেকে আনা কাপড় দিয়ে বানানো এ ট্রাউজার। যাতে করে ট্রাউজারে ঘষে বলের উজ্জ্বলতা বেশি সময় ধরে রাখা যায়।

এই বিশেষ ক্ষমতার ট্রাউজার বানিয়েছে জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের তৈরি ট্রাউজারে বিশেষত্ব রয়েছে। এর কাপড় থাইল্যান্ড থেকে আনা হয়েছে। সাধারণ কাপড়ের চেয়ে এটি কিছুটা ভিন্ন হবে। এতে ঘষলে বলের উজ্জ্বলতা আরো বেশি সময় ধরে রাখা যাবে। 

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহতাবউদ্দিন সেন্টু গণমাধ্যমকে বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলনের জন্য আমরা এ বিশেষ ট্রাউজার দিয়েছিলাম। খেলোয়াড়রা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে। তাই নিউজিল্যান্ডে আমরা মূল ম্যাচের জন্য এ ট্রাউজার দিয়েছি। এটি কার্যকর হলে দীর্ঘমেয়াদে এ ট্রাউজার ব্যবহার করা হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!