• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাত্র ৪ মাসেই সাইফের বেলজিয়ান কোচের বিদায়


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৮:২৪ পিএম
মাত্র ৪ মাসেই সাইফের বেলজিয়ান কোচের বিদায়

ঢাকা : বাংলাদেশের ক্লাব ফুটবলে এত হাই প্রোফাইল কোচ আগে ছিল না। এক-দুটি নয়, পাঁচটি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা বেলজিয়ামের কোচ পল পুট এলেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। 

এসেই সাইফ স্পোর্টিংকে প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। অথচ সাইফ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নেয়ার মাত্র চার মাসের মাথাতেই তাকে বিদায় নিতে হচ্ছে। 

ফেডারেশন কাপে দুর্দান্ত খেললেও লীগে এসে পথ হারিয়েছে ক্লাবটি। লীগের ১০ ম্যাচে মাত্র ৫টিতে জয়। ১টি ম্যাচে ড্র। বাকি ৪টিতে হার। সাইফ স্পোর্টিংয়ের জালে গোল ঢুকেছে ১৫টি। ১৬ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের পাঁচে।

ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দলের অবস্থা ভালো নয়। সাইফ স্পোর্টিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি এই মৌসুমে ১৫টি গোল হজম করেছি আমরা। জয় মাত্র ৫ ম্যাচে। এই অবস্থায় কোচও পারিবারিক কিছু সমস্যার কথা বলে চলে যেতে চাইছেন। তাই আমরা সমঝোতার মাধ্যমে তাকে বিদায় করে দিয়েছি।’

পুটের বিদায়ের পর সাইফের দায়িত্বে এখন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। তবে লিগের দ্বিতীয় পর্বে আবারও বিদেশি কোচ আসার সম্ভাবনা আছে।

সোনালীনিউজ/এমটিআই
 

Wordbridge School
Link copied!