• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলে খেলতে চাওয়ায় নিজ এলাকায় সমালোচিত সাকিব 


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৬:৪১ পিএম
আইপিএলে খেলতে চাওয়ায় নিজ এলাকায় সমালোচিত সাকিব 

ফাইল ছবি

মাগুরা : এবারের আইপিএলে যাওয়া নিয়ে আলোচনায় এসেছেন দেশের সব থেকে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তার সব থেকে বড় বৈশিষ্ট হলো সব সময়ই তিনি আলোচনাতে থাকেন। সেটি তার পক্ষেই যাক বা বিপক্ষে। তবে এবার দেশ হয়ে খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে চাওয়া সমালোচিত হয়েছেন সাকিব। 

নিলামে এবার তার দাম ৩ কোটি ২০ লাখ রুপি। বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের দাম নিয়ে যে আলোচনা তার থেকে দেশের হয়ে শ্রীলঙ্কা টেস্ট না খেলে আইপিএল খেলায় তার আগ্রহ দেখানোতে সমালোচনাই বেশি। এই আলোচনা যেমন দেশে-বিদেশে তেমনি চলছে তার নিজ জেলা মাগুরাতেও। 

দেশ বাদ দিয়ে বিদেশি লিগে খেলার সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। আবার ইতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। পাশাপাশি বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবিও।

২০০১ সালে মাগুরার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শেখ মনসুরের অধীনে জেলা দলে খেলেছেন আজকের সাকিব। আইপিএল খেলতে চাওয়ায় সাকিবের সমালোনা করেছেন তার এক সময়কার অধিনায়ক। 

মনসুর বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার। এটি মাগুরাবাসী হিসেবে আমাদের জন্যে গৌরবের। কিন্তু আইপিএল ছেড়ে দেশের খেলাকে প্রাধান্য দিলে সাধারণ ভক্তরা খুশি হতে পারতো। তার নিজস্ব ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ। এই দেশ তাকে পৃষ্টপোষকতা করেছে বলেই সে এতবড় খেলোয়াড় হতে পেরেছে। সেক্ষেত্রে অবশ্যই দেশের ক্রিকেটকে তার প্রাধান্য দেয়া উচিত ছিল।

তবে মাগুরায় সাকিবের সমসাময়িক ক্রিকেটার গোরা দত্ত বরং সমর্থন যুগিয়েছেন। তিনি বলেন, আইপিএল খেলতে যাওয়ার ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখার সুযোগ নেই। ক্লাব ক্রিকেট হলেও এটি এখন বিশ্ব ক্রিকেটের বড় আসর। এই আসরে সাকিবকে অনেক টাকায় কিনে নিতে হচ্ছে। এটা আমাদের দেশের জন্যে গৌরবের। বিশ্বের দামি ক্রিকেটাররাই এখানে খেলার সুযোগ পাবে। তো আইপিএল এর মতো বড় আসরে বাংলাদেশের যত বেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবে সেটি আমাদের জন্যে অধিক গৌরবের হবে।

এছাড়া মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বার্কি বলেন, দেশে সাকিব ছাড়া কী ক্রিকেট হবে না? সে দেশের ক্রিকেটের জন্যে তো করছেই। তার রিক্রিয়েশনের সুযোগও থাকতে হবে। সাকিব আইপিএল খেলতে যাওয়ার কারণেই তার অবর্তমানে এক কিংবা একাধিক ক্রিকেটারকে খেলানোর সুযোগ দেয়া যাচ্ছে। এটিও মন্দ নয়। শুধু শুধু সমালোচনার জন্যে সমালোচনা করা অর্থহীন।

এদিকে একই রকম মন্তব্য মাগুরার সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক অধ্যাপক আনিসুর রহমান খোকনের।

তিনি বলেন, আইপিএল খেলার সুযোগ পাওয়াতো চাট্টিখানি কথা নয়। টাকা দিয়ে তাকে কিনে নিচ্ছে তারা। সবাই সেই সুযোগ পাচ্ছেও না। সুতরাং সাকিবকে নিয়ে বলতে হবে কেনো? সে আইপিএল খেলতে চাইতেই পারে। কথা হচ্ছে, বিসিবি’র নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সাকিব সেই নিয়ম লঙ্ঘন করছে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। যদি নিয়মের বাইরে হয় তাহলে বিসিবি তাকে ছাড়পত্র দিচ্ছে কীভাবে? আর যদি নিয়মের ব্যত্যয় ঘটে সেটি বিসিবি’র সমস্যা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!