• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শতকের আক্ষেপ ইয়াসির আলীর, বাংলাদেশের বিশাল সংগ্রহ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৮:১৫ পিএম
শতকের আক্ষেপ ইয়াসির আলীর, বাংলাদেশের বিশাল সংগ্রহ

সংগৃহীত

ঢাকা : আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশ ইমার্জিং দল ৩১৩ রানে অল আউট হয়েছে। এ ম্যাচে ৮ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন ইয়াসির আলী রাব্বি। 

এর আগে স্বাগতিকদের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড উলভস। 

ব্যাট হাতে ওয়ানডে মেজাজে খেলে ৩৯ বলে ৪১ রান করে আউট হন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম। জাতীয় দলের ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৪৯ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪২ রানের ইনিংস খেলেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রাব্বি (৯২)।

লোয়ার মিডল অর্ডারে তৌহিদ হৃদয় এবং আকবর আলী করেছেন যথাক্রমে ২০ এবং ১৯ রান। শেষ দিকে মাত্র ১৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে অল্পে গুটিয়ে দেয়ায় লিড পায় ১৬২ রানের।

আয়ারল্যান্ডের হয়ে গ্রাহাম হুমে এবং এডায়ার তিনটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড উলভস- ১৫১/১০
কুর্টিস ক্যাম্ফার ৩৯(৯২), লরকান টুকার ২০(৫৯)
তানভির ইসলাম ২৩-৮-৫৫-৫, সাইফ হাসান ৭-২-১৫-২

বাংলাদেশ ইমার্জিং দল- ৩১৩/১০
ইয়াসির আলী ৯২(১১৫), সাইফ হাসান ৪৯(১২৭)
মার্ক এডায়ার- ১৬.৪-৮-২২-৩, গ্রাহাম হুমে- ১৩-৩-৫৬-৩

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!