• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসিদের পেছনে লাগতে গিয়ে গ্রেফতার বার্তোমেউ


ক্রীড়া ডেস্ক মার্চ ২, ২০২১, ০২:১৫ পিএম
মেসিদের পেছনে লাগতে গিয়ে গ্রেফতার বার্তোমেউ

ঢাকা : গ্রেফতার হয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোশেফ বার্তোমেউ। কিছু একটা ঘটবে, তার আঁচ পাওয়া যাচ্ছিল কদিন ধরে। কিন্তু পুলিশ আটকই করে ফেলবে তাকে, কেউ ভাবেনি তা। কিন্তু সোমবার তাই হয়েছে।

কেন গ্রেফতার হলেন বার্সেলোনার সাবেক সভাপতি। তার কারণ কম বেশি সবারই জানা। মেসিদের নামে বদনাম করতে গিয়েই ধরা খেলেন বার্তোমেউ। পুলিশি তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। স্প্যানিশ দুই সংবাদমাধ্যম কাদেনা এসইআর ও আরএসি ওয়ানের খবর, বাড়ি থেকে বার্তোমেউকে গ্রেফতার করেছে পুলিশ।

চাপের মুখে বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়ানো বার্তোমেউয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, লিওনেল মেসিসহ ক্লাবের সিনিয়র খেলোয়াড়দের নামে কুৎসা রটানোর জন্য আইথ্রি নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিলেন তিনি।

মেসি-পিকে ছাড়াও তালিকায় ছিলেন ক্লাবটির সাবেক কিংবদন্তিরা। যার মধ্যে ছিলেন কার্লেস পুয়োল-জাভি-পেপ গার্দিওয়ালাও। যদিও কাদেনা এসইআরের প্রতিবেদনে উঠে আসা এই অভিযোগ অস্বীকার করেছিলেন সাবেক বার্সা বস।

তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন বার্সার সিনিয়র খেলোয়াড়রা। সেই অভিযোগে কিছুদিন ধরে বার্সেলোনা পুলিশ তদন্ত করে আসছিল। বার্তোমেউয়ের সঙ্গে গ্রেফতার হয়েছেন তার সময়কার বার্সার মহাব্যবস্থাপক অস্কার গ্রাই ও আইনি বিভাগের প্রধান রোমান গোমেজ পন্তি।

বার্তোমেউ আইথ্রি নামক একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব মানুষদের নামে বদনাম ছড়ানোর, যাদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। যার মধ্যে ছিলেন বার্সেলোনার উজ্জ্বল সব মুখ মেসি, পিকে, কার্লেস পুয়োল, জাভি ও পেপ গার্দিওলা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!