• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হঠাৎ মিরপুর স্টেডিয়ামে আইপিএল প্রতিনিধি দল


ক্রীড়া ডেস্ক মার্চ ৪, ২০২১, ০৩:৪৯ পিএম
হঠাৎ মিরপুর স্টেডিয়ামে আইপিএল প্রতিনিধি দল

সংগৃহীত

ঢাকা : হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে শুনশান মিরপুর স্টেডিয়াম। বৃহস্পতিবার (৪ মার্চ) দলবেঁধে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা।

এদিন তাদের মিরপুর স্টেডিয়ামের নানা সুবিধাদি ঘুরে দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। 

এর আগে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারাও একবার দেখে গিয়েছিলেন শেরেবাংলা স্টেডিয়াম। কিন্তু পরে আর তারা যোগাযোগ করেননি।

এদিকে মিরপুরের মূল স্টেডিয়াম দেখার পর একাডেমি মাঠেও যান রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বার ঠাকুর মাঠ পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে তিনি বলেন, আমি বাংলাদেশ ক্রিকেটকে সব সময়ই সমর্থন দিয়ে গেছি। ১৯৮৭ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে আমি যুক্ত ছিলাম, আমি স্পন্সর করেছি। আবারও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি।

রঞ্জিত বার ঠাকুর জানান, আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ব বোধ করি। আমি নাফিসকে (নাফিস ইকবাল) নিয়েছি। একইসঙ্গে মুস্তাফিজকেও নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।

এবার রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে ১ কোটি ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে টেনেছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

 সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!