• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ম্যাচ পরিত্যক্ত

৩০তম ওভারে জানা গেল আইরিশ ক্রিকেটারের করোনা


নিজস্ব প্রতিবেদক  মার্চ ৫, ২০২১, ১২:৫৯ পিএম
৩০তম ওভারে জানা গেল আইরিশ ক্রিকেটারের করোনা

ঢাকা : আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় একজন আইরিশ ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরপরই ম্যাচটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে গত পরশু দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। আজ খেলা শুরু হয়ে যাওয়ার পর সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা ধরা পড়ে। তিনি আজ মাঠে ছিলেন। তাঁকে অবশ্য সঙ্গে সঙ্গেই সঙ্গ নিরোধ অবস্থায় নেওয়া হয়েছে।

আজ থেকেই চট্টগ্রামে আয়ারল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ইনিংসের ৩০তম ওভারে আসে দুঃসংবাদটি। এ সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১২২ রান। এ সময় তৌহিদ ৪৪ আর শামীম ২২ রান নিয়ে ব্যাটিং করছিলেন।

গত পরশুদিন করা করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। সবার নেগেটিভ এলেও প্রিটোরিয়াসের পজিটিভ আসে। দুই আম্পায়ার মোর্শেদ আলী খান ও তানভীর আহমেদ আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টরকেও পুরো বিষয়টি জানানো হয়। এর পরপরই দুই দলের ক্রিকেটাররা মাঠ ছাড়েন।  

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!