• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বুড়ো’ দিলশানের ব্যাটিং তাণ্ডব, শীর্ষ দুইয়ে শ্রীলংকা


ক্রীড়া ডেস্ক মার্চ ৯, ২০২১, ০২:৫৩ পিএম
‘বুড়ো’ দিলশানের ব্যাটিং তাণ্ডব, শীর্ষ দুইয়ে শ্রীলংকা

ফাইল ছবি

ঢাকা : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর পাঁচেক আগেই। শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানের বয়স বাড়লেও এখনো ক্রিকেটকে ভুলে যাননি তিনি। প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স্ক এই লংকান ‘বুড়ো’র ব্যাট এখনো আগের মতোই কথা বলে। ২০১৬ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দিলশান। 

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ উপলক্ষে দীর্ঘদিন পর আবারো বাইশ গজে খেলতে নেমেছেন তিনি। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই ব্যাট হাতে চালিয়েছেন তাণ্ডব। দিলশানের ব্যাটে ভর করে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের অষ্টম ম্যাচে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলংকা লিজেন্ডস ক্রিকেট দল। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তার ব্যাটে ভর করে জিতেছিল লংকানরা। এই জয়ে চার খেলায় ১২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে শ্রীলংকা লিজেন্ডস । শ্রীলংকার চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে সবার নীচে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ লিজেন্ডস। 

সোমবার (৮ মার্চ) ভারতের রায়পুরে আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে মাত্র ৮৯ রানে অল আউট হয় জন্টি রোডসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে শ্রীলংকা। ইনিংসের তৃতীয় ওভারে ৮ রান করে ফেরেন লংকান কিংবদন্তি ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া। 

এরপর উপুল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন দিলশান। ৪০ বলে সাতটি চারের সাহায্যে অপরাজিত ৫০ রান করেন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন এই কিংবদন্তি। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!