• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৮, ২০২১, ০৮:৪১ পিএম
সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার

ফাইল ছবি

ঢাকা : কলকাতা নাইট রাইডার্সে হয়ে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতেখড়ি। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শাহরুখ খানের দলে ছিলেন সাকিব। পরে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে এসে ফের কলকাতায় ফিরলেন তিনি। 

যে কারণে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সাকিববে পেয়ে যারপরনাই উচ্ছ্বাসিত কেকেআরের সাবেক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিক।

ভারতীয় এ তারকা ক্রিকেটারের দাবি, সাকিব এ যুগের সেরা অলরাউন্ডার।  বর্তমান যুগের সেরা অলরাউন্ডারকেই কিনেছে তার দল কেকেআর।

বুধবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কার্তিক। 

ইনস্টা লাইভে সাকিবের ফেরা নিয়ে প্রসঙ্গ ওঠান এক সমর্থক।  ওই সমর্থক প্রশ্ন করেন, পুরনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত কেকেআর? 

জবাবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, সেটা অবশ্যই সাকিব।  তাকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। অসাধারণ অলরাউন্ডার তিনি। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন তিনি।  পুরনো ক্রিকেটারদের মধ্যে তিনিই আমাদের চমক।  তিনি আগেও কেকেআরের হয়ে খেলেছেন। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।

উল্লেখ্য, ২০১৭ সালে কলকাতা সাকিবকে ছেড়ে দেয়। পরের বছর নিলামে কেকেআরের সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের জার্সি গায়ে দুই আসর খেললে তিন বছর পর সেই পুরনো দলেই ফিরেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে গত বছর না খেলতে পারলেও এই বছর আইপিএল নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।  তথ্যসূত্র: ইনস্টাগ্রাম।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!