• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধারাভাষ্যে শ্রীলংকা সিরিজের বাংলাদেশের কেবল একজন


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৯, ২০২১, ০৩:০২ পিএম
ধারাভাষ্যে শ্রীলংকা সিরিজের বাংলাদেশের কেবল একজন

ফাইল ছবি

ঢাকা : আসন্ন  টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে এখন শ্রীলংকায় অবস্থান করছে বাংলাদেশ দল। তিন দিনের কোয়ারেন্টিন, ২ দিনের অনুশীলনের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচটাও জম্পেশ হয়েছে টাইগারদের। 

ব্যাট ঝালিয়ে নিয়েছেন, তামিম, মুশফিক, শান্তরা। কন্ডিশনের সঙ্গেও নাকি চমৎকার খাপ খাইয়ে নিয়েছে মমিনুল বাহিনী। 

সব পজিটিভ খবরের বহিঃপ্রকাশ ঘটবে আগামী ২১ এপ্রিল থেকে ক্যান্ডির পাল্লেকেলেতে মাঠের লড়াইয়ে।  সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

পাশাপাশি এই সিরিজের জন্য ধারাভাষ্যকার ও ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে তারা।

৫ সদস্যের ধারাভাষ্য প্যানেলে নাম নেই ‘ভয়েস অব বাংলাদেশ’খ্যাত জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানের। রয়েছেন আরেক পরিচিত মুখ শামীম আশরাফ চৌধুরী।    

গ্যালারিতে দর্শকহীন সিরিজে টেলিভিশন ধারাবিবরণী দিবেন ৫ জন। যেখানে শ্রীলংকার ৩ জন- রাসেল আরনোল্ড, রোহান আবেসিংহে ও ফারভেজ মাহারুফ। ধারাভাষ্যকার হিসেবে থাকবেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আমির সোহেল। 

সফরকারী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন একজনই - শামীম আশরাফ চৌধুরী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!