• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্ত্রীত্ব পেলেন সাকিবের সতীর্থ


ক্রীড়া ডেস্ক মে ১০, ২০২১, ০৪:২১ পিএম
মন্ত্রীত্ব পেলেন সাকিবের সতীর্থ

ফাইল ছবি

ঢাকা : সদ্য বিদানসভায় নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মনোজ তেওয়ারি। খেলার মাঠ থেকে রাজনীতি, সব জায়গায়ই সফল হচ্ছেন তিনি। একসময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিবের সতীর্থ ছিলেন তিনি। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার হলেন মন্ত্রী। পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। 

হাওড়া শিবপুরে বিজেপি প্রার্থী ডা. রথীন চক্রবর্তীকে ৩০ হাজারের বেশি ভোটে হারান তিনি। ভোটে জিতে একেবারে সরাসরি প্রতিমন্ত্রী হয়ে গেলেন মনোজ। সোমবার তিনি রাজভবনে ক্রীড়াপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে জাতীয় দলে খেলা বাংলার আরেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা পশ্চিমবঙ্গের যুব কল্যাণ এবং ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তার ছেড়ে যাওয়া দায়িত্বই মনোজের হাতে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। 

রঞ্জিতে বাংলার হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন মনোজ। জাতীয় দলের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। তবে ভারতের টেস্ট দলে সুযোগ পাননি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!