• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের বেতন কমল


স্পোর্টস ডেস্ক মে ১৩, ২০২১, ০৫:৩৯ পিএম
করোনায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের বেতন কমল

ছবি: ইন্টারনেট

ঢাকা: সকল কর্মক্ষেত্রেই করোনার প্রভাব পড়েছে। এবার এই প্রভাব দেখা গেল ক্রিকেটে। করোনা মহামারির কারণে ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ক্রিকেটের তিন ফরম্যাটের সংস্করণের চুক্তিতে থাকা ক্রিকেটারদেরই ৩৫% শতাংশ বেতন কর্তন হতে যাচ্ছে।

'এ' ক্যাটাগরির ক্রিকেটারের বেতন আগে ছিল ১ লাখ ৩০ হাজার ডলার। এখন তা নেমে দাঁড়ালো ১ লাখ ডলারে। এই 'এ' ক্যাটাগরিতে তিনটি স্তরও রয়েছে। প্রথম স্তরে ১ লাখ ডলার, দ্বিতীয় স্তরে ৮০ হাজার ডলার ও তৃতীয় স্তরে ৬০ হাজার ডলার করে পাবেন ক্রিকেটাররা।ক্যাটাগরি 'বি'তে রয়েছে তিনটি স্তর। এই স্তরের ক্রিকেটাররা যথাক্রমে পাবেন ৬৫ হাজার ডলার, ৬০ হাজার ডলার ও ৫৫ হাজার ডলার

'সি' ক্যাটাগরিতেও তিন স্তরের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৫০ হাজার ডলার, ৪৫ হাজার ডলার ও ৪০ হাজার ডলার। ক্যাটাগরি 'ডি' এর তিন স্তরের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৫ হাজার ডলার, ৩০ হাজার ডলার ও ২৫ হাজার ডলার। পাশাপাশি জানানো হয়েছে যে, ২০২১-২২ মৌসুমের চুক্তিতে ৩০ জন ক্রিকেটারকে রাখা হবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!