• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোপা আমেরিকায় সকালে মুখোমুখি মেসি-সুয়ারেজ


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০২১, ০৭:৫৬ পিএম
কোপা আমেরিকায় সকালে মুখোমুখি মেসি-সুয়ারেজ

ঢাকা : লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের ঐতিহাসিক মানে গ্যারিঞ্চা স্টোডয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। পৃথিবীর প্রাচীনতম এই টুর্নামেন্টের সফলতম দুই দলের এই লড়াইয়ে বাড়তি উত্তাপ ছড়াবে দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ায়েজের দ্বৈরথ।   

কোপা আমেরিকায় আর্জেন্টিনার জন্য শুরুটা প্রত্যাশিত হয়নি, লিওনেল মেসির ফ্রি কিক থেকে কর্তা দারুণ এক গোলের পরও চিলির বিপক্ষে তাদের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে শেষ দুই রাউন্ড ড্র করার পর কোপা আমেরিকায়েও ড্রয়ের বৃত্তে বন্দি লিওনলে স্কোলানির দল। দীর্ঘ আটাশ বছরের শিরোপা আক্ষেপ ঘুচাতে হলে আকাশি-নীলদের উরুগুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

উরুগুয়ে অবশ্য কালই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। শুরুতেই জুটেছে শক্ত প্রতিপক্ষ। টুর্নামেন্টের আগে তারাও খুব একটা ভালো অবস্থায় নেই। বিশ্বকাপ বাছাইপর্বের নিজেদের শেষ দুই ম্যাচে তারা জয়হীন। ২০১২ সালের পর শিরোপা পুনরুদ্ধার করতে আসরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুভসূচনা করতে চাইবে অস্কার তাবারেজের দল।

মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা। ১৮৯ সাক্ষাতে আকাশী নীলদের জয় ৮৭ ম্যাচ, উরুগুয়ের জয় ৫৭ ম্যাচ। বাকি ৪৫টি ম্যাচ ড্র হয়েছে।

এই শতকে লাতিন আমেরিকা সেরা হওয়ার আসরে দুই দলের মধ্যে তিনবারের সাক্ষাতে মেসিদের জয় দুটি, লুইস সুয়ারেজদের একটি। দুই দলের সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তাই বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি এক লড়াই হতে চলেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!