• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোপা আমেরিকায় ৮২ করোনায় আক্রান্ত


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২১, ০৩:১৩ পিএম
কোপা আমেরিকায় ৮২ করোনায় আক্রান্ত

ঢাকা : করোনাভাইরাস পিছু ছাড়ছে না কোপা আমেরিকার। আগের দিনের তুলনায় নতুন করে আক্রান্ত হলেন আরও ১৬ জন খেলোয়াড়-কর্মকর্তা। এনিয়ে আক্রান্তের সংখ্যা ৬৬ থেকে ৮২তে দাঁড়িয়েছে।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলোর মধ্যে ৩৭ জন খেলোয়াড় ও ৪৫ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন করোনায়। এনিয়ে মোট ৬ হাজার ৯২৬ বার করোনা টেস্ট করানো হয়েছে।

কোপার চার ভেন্যু তথা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোইয়ানা শহরে শনাক্ত হচ্ছে ভাইরাস।

প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও কলোম্বিয়া যৌথ আয়োজক হলেও শেষ পর্যন্ত ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্ত হয় দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই আসর। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫ লাখ মানুষ মারা গেছেন চলমান এই মহামারিতে। যা বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়।

কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে অংশ নিচ্ছে কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পেরু। ‘বি’ গ্রুপে থাকা দলগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।

১০ দলের এই টুর্নামেন্টের পাঁচটি দলে করোনা হানা দিয়েছে। এখন পর্যন্ত ভেনিজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, চিলি ও পেরু দলে ছোবল দিতে সক্ষম হয়েছে কোভিড-নাইন্টিন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!