• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসপাতাল ছাড়লেন এরিকসেন


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২১, ০৭:৫২ পিএম
হাসপাতাল ছাড়লেন এরিকসেন

ঢাকা : গত সপ্তাহের শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান এরিকসেন। মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে নেয়া হয়েছিল হাসপাতালে। তার এভাবে অসুস্থ হয়ে পড়ায় স্থম্ভিত হয়ে যায় ক্রীড়া বিশ্ব। সবার চাওয়া ছিল এরিকসেনের সুস্থতা কামনা।

ক্রিস্টিয়ান এরিকসেনের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে সচল রাখতে ‘হার্ট স্টার্টার’ বসানোর অস্ত্রোপচার ‘সফল’ হয়েছে। হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন ডেনমার্কের এই মিডফিল্ডার। মানুষের ভালোবাসায় আপ্লুত ইন্টার মিলান ফুটবলার ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।

সবার উদ্দেশ্যে এরিকসেন বলেন, অনেক অনেক শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। সতীর্থদের সঙ্গে আবারও দেখা হওয়াটা দারুণ। (বেলজিয়ামের বিপক্ষে) তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। বলার অপেক্ষা রাখে না, সোমবার রাশিয়ার বিপক্ষে ম্যাচেও আমি তাদের উৎসাহ দেব।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!