• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২১, ০৩:৫২ পিএম
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ফাইল ছবি

ঢাকা : জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে টিম বাংলাদেশ। সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটেই দলে আছের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে শুধু টি-টোয়েন্টিতে নেই মুশফিকুর রহিম। অন্য দিকে টেস্টে অবধারিতভাবেই নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজ শুরু হবে ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে। বাংলাদেশ সময় টেস্টটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এর পরেই গড়াবে ওয়ানডে সিরিজ। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডেগুলো মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটেই। ম্যাচগুলো সবই ওয়ানডে সুপার লিগের অংশ।

টি-টোয়েন্টি শুরু হবে ২৩ জুলাই। বাকি দুটি হবে ২৫ ও ২৭ জুলাই। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে। তিন ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল খান (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!