• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২১, ০৯:৫৩ এএম
প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।  এই সিরিজে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলছেন না। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট ও ওয়ানডে খেলার পর কন্ডিশন আর অচেনা নয় বাংলাদেশের জন্য। উইকেট বিবেচনায় এই ম্যাচেও ব্যাটসম্যানদের দাপট দেখা যেতে পারে।

তারুণ্যনির্ভর স্কোয়াড থেকে একাদশ সাজানোর ক্ষেত্রে গুরুত্ব পাবে অভিজ্ঞতাও। একাদশে পেসার থাকার সম্ভাবনা ৩জন। অভিষেক হতে পারে তরুণ অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারির। এছাড়া সাকিব আল হাসানের সাথে স্পিন বিভাগে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসানের মত তরুণদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামিম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!