• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন


ক্রীড়া ডেস্ক জুলাই ২৫, ২০২১, ০৪:১০ পিএম
ফিল্ডিংয়ে বাংলাদেশ,  একাদশে পরিবর্তন

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তৃতীয় টি-টোয়েন্টিতেও আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে জিতেছে ২৩ রানে। আজ দুই দলের জন্যই তিন ম্যাচের এই সিরিজ জিতে নেওয়ার সুযোগ। এ নিয়ে তিনটি টি-টোয়েন্টিতেই টস হারলেন মাহমুদউল্লাহ।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান একাদশ থেকে বাদ পড়েছেন। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ 
নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!