• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পৃথিবীর শ্রেষ্ঠ কষ্টের সংবাদ পেয়েও নামলেন মাঠে, দল উঠল ফাইনালে


ক্রীড়া ডেস্ক জুলাই ৩০, ২০২১, ০৭:৫৯ পিএম
পৃথিবীর শ্রেষ্ঠ কষ্টের সংবাদ পেয়েও নামলেন মাঠে, দল উঠল ফাইনালে

ঢাকা: জিতলেই মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। এমন ম্যাচে নামার আগেই একজন সন্তানের জন্য সবচেয়ে কষ্টের সংবাদ পান জোনাথন দস সান্তোস। ম্যাচের আগেই পেলেন বাবার মৃত্যুসংবাদ! 

বাবা জেরাল্দো ফ্রান্সিসকো দস সান্তোস। মেক্সিকানদের কাছে যিনি জিজিনিও নামেই পরিচিত, তিনি আজ ম্যাচের কিছুক্ষণ আগেই না ফেরার দেশে  পাড়ি জমিয়েছেন। ৫৯ বছরেই পরলোক গমন করলেন এই ফুটবলার।

এই অসহনীয় শোক বুকে চেপে মাঠে নেমে পড়লেন তিনি। মেক্সিকো কোচ জেরার্দো মার্তিনো ম্যাচের পর বলছিলেন, বাবা চাইতেন যে জোনাথন দেশের হয়ে খেলুক, এজন্যই মাঠে নেমেছে সে।

No description available.

বদলি হয়ে মাঠ ছাড়ার আগে শোককেই অক্সিজেন বানিয়ে ৬১ মিনিট দৌড়েছেন মাঠে। মেক্সিকোর পুরো দল আজ যেন জোনাথনের জন্যই খেলেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটা শেষ মুহূর্তের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠে গেছে মেক্সিকো, প্রতিটি গোল কিংবা ম্যাচ শেষের উদ্‌যাপনে দলের কেন্দ্রে ছিলেন জোনাথন।

আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে টানা দ্বিতীয় গোল্ডকাপ শিরোপার পথে তাদের বাধা যুক্তরাষ্ট্র।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!