• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
টোকিও অলিম্পিক

টেনিসের সোনা জভেরেভের


ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২১, ০৮:১৩ পিএম
টেনিসের সোনা জভেরেভের

ঢাকা: রাশিয়ার কারেন খাচানোভকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে অলিম্পিকের পুরুষ একক টেনিসে সোনা জিতেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। প্রথম জার্মান পুরুষ হিসেবে অনন্য এই কীর্তিতে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠা জেভেরেভ রোববার সোনার লড়াইয়ে ৭৯ মিনিটেই খাচানোভকে উড়িয়ে দেন।

আরিয়াক টেনিস সেন্টার কোর্টে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় জেতেন ৬-৩, ৬-১ গেমে। দ্বিতীয় জার্মান হিসেবে টেনিস এককে সোনা জিতলেন তিনি। ১৯৮৮ অলিম্পিকে নারী এককে সেরা হয়েছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ।

২০০০ সালে সিডনি অলিম্পিকে এককে সোনা জয়ের খুব কাছে গিয়েছিলেন টমি হাস। শেষ পর্যন্ত অবশ্য পারেননি, জিতেছিলেন রুপা। ১৯৯২ সালে দ্বৈতে সোনা জিতেছিলেন বরিস বেকার ও মিশেল স্টিচ। এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জেভেরেভ।

গত বছর প্রথম মেজর জয়ের খুব কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু ইউএস ওপেনের ফাইনালে শেষ পর্যন্ত হেরে যান অস্ট্রিয়ার ডমিনিক টিমের বিপক্ষে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!