• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিব-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আজও চাপে অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২১, ০৬:২৮ পিএম
সাকিব-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আজও চাপে অস্ট্রেলিয়া

ঢাকা: প্রথম টি-টোয়েন্টির মতো আজও শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের রান নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ।

ক্যারিকে হারানোর পর মার্শকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় থাকা ফিলপকে ফেরালেন মুস্তাফিজ। তার কাটার বল বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান উদ্বোধনী এই ব্যাটসম্যান। বিদায় নেয়ার ১০ রান করেন ফিলিপ। 

এর আগে নাসুম আহমেতের ওভারে দুই চার মারা অ্যালেক্স ক্যারিকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদি হাসান। 

এই অফ স্পিনারের বলে মিড অনে ক্যাচ নিলেন নাসুম। অফ স্টাস্পের বাইরে ফুল লেংথ বল লেগে টেনে খেলতে চেয়েছিলেন ক্যারি। ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে মিড অনে যাওয়া ক্যাচ মুঠোয় জমান নাসুম। দুই চারে ১১ বলে ১১ রান করেন ক্যারি। 

৭ ওভার অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৪ রান। ক্রিজে আছেন মার্শ এবং হেনরিকস। 

বাংলাদেশ একাদশ 
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!