• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
টোকিও অলিম্পিক

কেনিয়া-উগান্ডার সোনার ইতিহাস, পদক জিতল ভারতও


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২১, ০৬:৪৪ পিএম
কেনিয়া-উগান্ডার সোনার ইতিহাস, পদক জিতল ভারতও

ঢাকা: টোকিও অলিম্পিকের ১৩তম দিনের ইভেন্টের খেলা চলছে। যেখানে নিষ্পত্তি হওয়া বেশ কয়েকটি সোনার ইভেন্ট জিতে নিয়েছে কয়েকটি দেশ। সোনার ইতিহাস গড়েছে কেনিয়া-উগান্ডার মতো দেশগুলো।

কেনিয়া
ছেলেদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন কেনিয়ার ইমানুয়েল কিপকুরুই। ১ মিনিট ৪৫.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। রুপা জিতেছেন কেনিয়ারই অ্যাথলেট ফার্গুসন রোতিচ। ব্রোঞ্জ পোল্যান্ডের প্যাট্রিক দোবেকের।

উগান্ডা
মেয়েদের ৩০০০ মিটার স্টেপলচেজে সোনা জিতেছেন উগান্ডার পেরুথ চেমুতাই। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি ফ্রেরেরিকস। ব্রোঞ্জ কেনিয়ার হাইভিন কিয়েনের। অলিম্পিকে উগান্ডার কোনো নারী অ্যাথলেটের এটাই প্রথম সোনার পদক জয়।

ইতালি
ছেলেদের সাইক্লিংয়ের টিম পারস্যুটের সোনা জিতেছে ইতালি, বিশ্বরেকর্ড গড়ে। সিমোনে কনসোন্নি, ফিলিপ্পো গানা, ফ্রান্সেসকো লামোন, জোনাথন মিলান সময় নিয়েছেন ৩ মিনিট ৪২.০৩২ সেকেন্ড। ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার ঘরে গিয়েছে রূপা ও ব্রোঞ্জ।  

কিউবা
ছেলেদের লাইট হেভিওয়েট বক্সিং ফাইনালে ব্রিটেনের বেন হুইটেকারকে হারিয়ে সোনা জিতেছেন কিউবার আরলেন লোপেজ। স্প্লিট ডিসিশনে হেরেছেন হুইটেকার। 

ভারত
মেয়েদের ওয়াল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের বক্সার লভলিনা বোর্গোহাইন। তুরস্কের বুসেনাজ সুরমেনালির কাছে সেমিফাইনালে হেরেছেন লভলিনা। 

জাপান
স্কেটবোর্ডিংয়ে সোনা ও রূপা, দুটোই গেছে জাপানের ঘরে। সোনা জিতেছেন সাকুরা ইয়োসোজুমি, রূপা কোকোনা হিরাকি। ব্রিটেনের স্কাই ব্রাউন জিতেছেন ব্রোঞ্জ। 

ব্রাজিল
ব্রাজিলের আনা মার্সেলা কুনিয়া জিতেছেন মেয়েদের ম্যারাথন সাঁতারের সোনা। রূপা জিতেছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুয়েনডাল, ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার কারেন্না লি। 

পোল্যান্ড
ছেলেদের হ্যামার থ্রো–য়ে সোনা জিতেছেন পোল্যান্ডের ভয়চেক নোভিৎস্কি। রুপা জিতেছেন নরওয়ের এভিন্দ হেনরিকসেন। ব্রোঞ্জ পোল্যান্ডের পাওয়েল ফাজদেকের।

ব্রিটেন
ব্রিটেনের বেন মার ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা জিতেছেন। সুইডেনের পেডের ফ্রেডেরিকসন জিতেছেন রুপা। ব্রোঞ্জ নেদারল্যান্ডসের মাইকেল ফন ডার ভ্লিউটেনের।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!