• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ছোট পুঁজি


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২১, ০৭:৩৩ পিএম
অস্ট্রেলিয়ার ছোট পুঁজি

ঢাকা:  প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয়টিতেও বাংলাদেশের বোলিং জাদু দেখেছে অজিরা। সিরিজে সমতা ফেরানোর মতো স্কোরও দাঁড় করাতে পারল না ওয়েডের দল।

২-০তে এগিয়ে যেতে বাংলাদেশের দরকার মাত্র ১২২ রান। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করেছে সফরকারীরা। 

এই রানে বাংলাদেশকে আটকাতে পারবে তো তারা? নাকি অনায়েসে জিতে সিরিজ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা সেটিই এখন দেখার বিষয়।  মার্শ ছাড়া কেউই ব্যাট হাতে রান পাচ্ছেন না। 

গতকালও তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আজও ঠিক তাই। ৪২ বলে করেছেন ৪৫ রান। এদিকে হেনরিক্স আজ মারমুখী ছিলেন ঠিকই কিন্তু ইনিংস বড় করতে পারেননি। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ২৫ বলে ৩০ রান করে ডানহাতি এই ব্যাটসম্যান। আজও ব্যর্থ অধিনায়ক ওয়েড। মুস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র ৪ রান।

এছাড়া ফিলিপে (১০), ক্যারি (১১), টার্নার (৩), কেউই ইনিংস বড় করতে পারেননি।  শেষ দিকে স্টার্ক ১০ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন। বল হাতে মুস্তাফিজ তিন উইকেট নেন, শরিফুল নেন দুই উইকেট। আর সাকিব ও মেহেদী শিকার করেন ১টি করে উইকেট। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!