• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধিপত্য দেখিয়ে আরো এক মহাকাব্যিক জয় 


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২১, ০৯:২৮ পিএম
আধিপত্য দেখিয়ে আরো এক মহাকাব্যিক জয় 

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়রথ চলছেই। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী অস্ট্রেলিয়াকে অনায়েসে হারাল টাইগাররা। 

এ জয়ে অজিদের বিপক্ষে টানা দ্বিতীয় মহাকাব্যিক জয়ের দেখা পেল স্বাগতিক দল। সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ তে। অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ১২২ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই টপকে যায় মাহমুদউল্লাহরা।

প্রথম টি-টোয়েন্টিতে ১৩১ রান করেও ২৩ রানের জয়। জয়ের ধারাবাহিকতায় দ্বিতীয়টিতে ১২২ রানের লক্ষ্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি টাইগারদের সামনে। রান তাড়ায় ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের জয় নিশ্চিত করেন নুরুল হাসান ও আফিফ হোসেন। দুর্দান্ত ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। আফিফ অপরাজিত ছিলেন ৩১ বলে ৩৭ রান করে। অন্যদিকে সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ২২ করে। 

এর আগে মেহেদী ফিরেছেন ২৩ রান করে। আলগা শটে বোল্ড হন মাহমুদউল্লাহ। টাইগার দলপতি রানের খাতা খুলতে পারেননি। এদিকে অ্যান্ড্রু টাইয়ের বলটা ঘুরিয়ে মারতে যাওয়ার চেষ্টায় সফল হননি সাকিব। লাইন মিস করে হলেন বোল্ড। মেহেদী হাসানের সঙ্গে ৩৭ রানের জুটিও ভাঙল এতে। ১৭ বলে ২৬ রান করে ফিরেন সাকিব।

ইনিংস তাড়া করতে নেমে নাঈম খেলেছেন ভুল লাইনে। বোল্ড হয়ে ফিরলেন ৯ রান করে। এর আগে স্টার্কের বলে চার হয়েছে তিনটি, তবে এর মাঝে একটিতে আউট হতে পারতেন সাকিব। সৌম্যকে ফেরানোর পর আবারও ফুললেংথে গিয়েছিলেন স্টার্ক, তবে সাকিব টানা তিন বলে তিন চার মারেন। এর আগে মিচেল স্টার্কের ফুললেংথের বলের গতি বুঝতেই পারেননি সৌম্য। আগেভাগেই আড়াআড়ি ব্যাট চালিয়ে হলেন বোল্ড। আজ রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!