• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরাজয়ের কারণ জানিয়ে হতাশা ঝাড়লেন ওয়েড


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২১, ১১:১৬ পিএম
পরাজয়ের কারণ জানিয়ে হতাশা ঝাড়লেন ওয়েড

ঢাকা : ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা কঠিন প্রতিপক্ষ, সেটা আরও একবার ক্ষতবিক্ষত হয়ে বুঝল অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসিদের নাকাল করে জয় তুলে নিয়েছে টাইগাররা।

প্রথম ম্যাচ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড সতীর্থদের সাহসী হওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, আপনি যখন কম রান তাড়া করবেন তখন সাহসী আর স্মার্ট হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। যদিও শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। দুই পেসার মুস্তাফিজ ও শরিফুলকেও তারা ঠিকঠাক সামলাতে পারেনি।

দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হারের মুখে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক নিজের হতাশা লুকাননি। তিনি বলেন, আজ আমরা বোলিংয়ে ভালো অবস্থানে ছিলাম। ১৩০-১৪০ রান এই পিচে ভালো স্কোর।  ব্যাটসম্যানরা সেট হওয়ার পরও আমরা শেষ চার ওভারে খুবই খারাপ করেছি। এটা খুবই হতাশাজনক। আমাদের বোলিং সমস্যা নয়।  আমরা সেরাটা খেলতে পারিনি এবং ব্যাটিংয়ে নিজেদের অর্ধেক কাজও করতে পারিনি।  

ওয়েড বলেন, দুই দলের বোলাররা সত্যিই ভালো করেছে। তাদের (বাংলাদেশ) পেসারেরা ভালো গতিতে বল করেছে। আমরা সেভাবেই করার চেষ্টা করব।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!