• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ দুই দলকে সফর করাতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৭:২৪ পিএম
বাংলাদেশসহ দুই দলকে সফর করাতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান

ঢাকা: নিউজিল্যান্ড সিরিজ বাতিল হওয়ার পর বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর্থিক ক্ষতিও হয়েছে অনেক।

হুমকির মুখে পড়েছে দেশটির ক্রিকেট। এই মুহূর্তে বলতে গেলে কোনো দেশকেই পাশে পাচ্ছে না ৯২ এর চ্যাম্পিয়নরা। 

সামনে টি-টোয়েন্ট বিশ্বকাপ। দলটির বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও চিন্তার শেষ নেই দেশটির ক্রিকেট বোর্ডের। এমন সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সেখানে সফর করানোর চেষ্টা করছে তারা। এমনটি বলছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। 

তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান তাদের সঙ্গে ছোটখাটো সফর করা যায় কি না এ বিষয়ে কথ বলেছে। তারাও এই ব্যাপারটি গ্রহণ করার মতো ইচ্ছে জানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ইতোমধ্যে ঠিক করে ফেলা তাদের পরিকল্পনা বদলানো। 

তবে বিশ্বকাপের আগে এই ‍দুই দেশের সফর করার সম্ভাবনা যে কম সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘তারা তাদের শক্ত অবস্থান দেখিয়েছে (সফর করার ব্যাপারে)। কিন্তু বিশ্বকাপের আগে আসলে সময় অনেক কম। টুর্নামেন্টটি নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনাও আছে।’ 

নিউজিল্যান্ড সফর বাতিল প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘যেহেতু এটা দ্বিপাক্ষীক সিরিজ, কিছুটা হলেও আশা আছে নিউজিল্যান্ড ক্রিকেটের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার। যদি আমরা সমাধান পাই এটার। আমরা যেটা করতে পারি, আইসিসির কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চয়তা আশা করতে পারি এমন কিছু আর হবে না। আমরা এমন পরিস্থিতির জন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!