• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাতামাতি বন্ধু করুন, আমরা ঠিকই আছি, বললেন পচেত্তিনো


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২১, ০২:৫৯ পিএম
মাতামাতি বন্ধু করুন, আমরা ঠিকই আছি, বললেন পচেত্তিনো

ঢাকা: লিওঁর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার পিএসজির জার্সিতে পিএসজির মাঠে খেলেছেন লিওনেল মেসি। ম্যাচ যখন ১-১ সমতায়।

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেই (৭৫ মিনিটে) উঠিয়ে নেওয়া হয় মেসিকে, ম্যাচের পর সংবাদ সম্মেলনেও আলোচনার ঝড় তুলে বিষয়টি। এদিকে মাঠ থেকে উঠিয়ে নেয়ার সময় ক্ষুব্ধতা প্রকাশ করেন লিওনেল মেসিও।

মাঠ ছাড়ার সময় হাকিমির সঙ্গে হাত মেলান ঠিকই, কিন্তু পচেত্তিনো হাত এগিয়ে দিলেও হাত মেলাননি। মেসির সেই মুহূর্তের ছবি-ভিডিও নিয়ে আলোচনা তুঙ্গে। 

তবে পচেত্তিনো বললেন, ‘মাঝে মাঝে এসব সিদ্ধান্তে ভালো ফল আসে, মাঝে মধ্যে আসে না। কিন্তু এসব সিদ্ধান্তের জন্যই আমরা আছি, ডাগআউটের সামনে দাঁড়িয়ে ভাবি কী করতে হবে। এই সিদ্ধান্তগুলো আমাকে নিতেই হবে, সেটাতে শেষ পর্যন্ত ভালো হোক বা না হোক, সেটা আপনার পছন্দ হোক বা না হোক।’

মেসির সঙ্গে পরে কথা হয়েছে বলেও জানিয়েছেন পচেত্তিনো, ‘বদলের পর মেসিকে জিজ্ঞেস করেছিলাম ও ঠিক আছে কি না, ও বলেছে ও ঠিক আছে। আমাদের সম্পর্কও ঠিক আছে, তাই এসব নিয়ে মাতামাতি বন্ধ করুন।’ 

মেসিকে সম্ভাব্য চোট থেকে বাঁচাতেই এই বদল বলেও জানালেন পিএসজির আর্জেন্টাইন কোচ, ‘মেসিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা আমরা নিয়েছি যাতে ভবিষ্যতে সম্ভাব্য চোটের ঝুঁকি কমে। সামনে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ আসছে, সেসব ম্যাচের জন্য ওকে আমাদের আগলে রাখতেই হবে।’

ম্যাচে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছে পিএসজি। এতে সন্তুষ্ট পচেত্তিনো, যদিও দলের খামতি তিনি অস্বীকার করেননি। তার বিশ্লেষণ, ‘দলের সঠিক ভারসাম্য খুঁজে নিতে আমাদের অনেক কাজ করতে হবে। প্রতি তিন দিনেই ম্যাচ থাকে বলে অনুশীলনের তেমন সুযোগ তো পাওয়া যায় না। সে ক্ষেত্রে আমাদের ভিডিও থেকে একটু এদিক-সেদিক করে নিতে হবে। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!