• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিউইদের বিরুদ্ধে দুই ধরনের প্রতিশোধের প্রস্তাব, যা ভাবছে পাকিস্তান 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২১, ০৪:১০ পিএম
কিউইদের বিরুদ্ধে দুই ধরনের প্রতিশোধের প্রস্তাব, যা ভাবছে পাকিস্তান 

ঢাকা: ধীরে ধীরে পাকিস্তানে ফিরছিল ক্রিকেট। সফর করতে শুরু করেছিল বিভিন্ন দেশ। ঠিক তখনই নিউজিল্যান্ডের সফর বাতিল পাকিস্তানের জন্য সবচেয়ে বড় 'ধাক্কা' হয়ে এসেছে।

এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ধরনের প্রতিশোধের প্রস্তাব উঠেছে। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বয়কট। অন্যটি কিউইদের বিপক্ষে কালো আর্মব্যান্ড পড়া।

অনেকে আবার তাদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে বলছে। তবে নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচটি বয়কট করার কোনো পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেই বলেই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।

এক সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেছেন, ‘এ মুহূর্তে এই ধরনের কিছু করার কথা ভাবছে না পিসিবি। এটা কোনো ইস্যু নয়। ক্রিকেট-ভক্তদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেটি পূরণ করব।’

অন্যদিকে ম্যাচ বয়কট না করলে ‘প্রতিবাদস্বরূপ’ কালো আর্মব্যান্ড হাতে লাগিয়ে খেলবেন কি না, এমন আলোচনাও উড়িয়ে দিয়েছেন ওয়াসিম, ‘আসলে আমাদের ভাবনাটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এ ব্যাপারে সতর্ক থাকাও দরকার। আমাদের এমন কিছু করা উচিত নয়, যা রাজনৈতিক বার্তা বহন করে। যেকোনো ধরনের দৃশ্যমান প্রতিবাদও আমরা করব না।’

পিসিবি নির্বাহী বলেছেন, ‘যেভাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করে চলে গেছে, সেটা পাকিস্তানের জন্য অবমাননাকর। এটাতে দুই ক্রিকেট বোর্ডের একধরনের উত্তেজনাও তৈরি হয়েছে।’

আগামী ২৬ অক্টোবর শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!