• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেরাথ মনে করেন, সাকিব বিরল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২১, ০৫:৪২ পিএম
হেরাথ মনে করেন, সাকিব বিরল

ঢাকা: বাংলাদেশের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বলেছেন, ব্যাটে-বলে সমান সামর্থ্যের এমন অলরাউন্ডার ক্রিকেট ইতিহাসেই খুব একটা নেই। 

দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে হেরাথ আরো বলেন, 'বোলার সাকিবের আগে ক্রিকেটার সাকিবের কথা বলি। আমার মতে, সে ক্রিকেট ইতিহাসেই বিরল একজন। ব্যাটিং-বোলিং দুটোই প্রায় সমান এবং দুটির যে কোনো একটি দিয়েই দলে আসতে পারেন, এরকম ক্রিকেটার খুব কমই খুঁজে পাবেন ইতিহাসে।'

'জ্যাক ক্যালিসের কথা বলতে পারেন। তিনি ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। বোলিংও বেশ ভালো। কিন্তু আমি নিশ্চিত নই, বোলিং দিয়ে তিনি টেস্ট দলে আসতে পারতেন কিনা। সাকিব এখানে ব্যতিক্রম। তার ব্যাটিং-বোলিংয়ের একটিকে এগিয়ে বা পিছিয়ে রাখা কঠিন। আরেকটা ব্যাপার, সাকিব খুবই স্মার্ট ক্রিকেটার।'

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!