• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের জনপ্রিয় পেসার খেলবেন ইতালির হয়ে


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২১, ০৫:৫২ পিএম
ইংল্যান্ডের জনপ্রিয় পেসার খেলবেন ইতালির হয়ে

ঢাকা: ইংল্যান্ডের হয়ে তিন বছরে ২৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন জেড ডার্নবাখ। ৫৮টি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেন বাংলাদেশের মাটিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

সাত বছর পর আবারও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এবার আর ইংল্যান্ডের হয়ে নয় ফিরছেন ইতালির হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের জন্য ইতালির স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩৫ বছর বয়সী সিমার।

মাতৃসূত্রে ইতালির হয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই পেসার। নর্দাম্পটনশায়ার অলরাউন্ডার গ্যারেথ বার্গের নেতৃত্ব ও একই সঙ্গে কোচিংয়ে এই অভিযাত্রা শুরু হবে ইতালির।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বার্গের মিডলেসেক্স সতীর্থ ওয়াইজ শাহ তার সহকারী কোচের ভূমিকায় থাকবেন। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে থাকার সুবাদে অক্টোবরের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে ইতালি। স্পেনের মাটিতে ১৫-২১ অক্টোবর পর্যন্ত এই লড়াইয়ে তারা মুখোমুখি হবে জার্সি, জার্মানি ও ডেনমার্কের। শীর্ষ দুটি দল ২০২২ সালের শুরুতে বৈশ্বিক বাছাইয়ে অংশ নিবে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!