• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপ্নের জার্সি গায়ে গর্বিত এলিটা 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:৩৯ পিএম
স্বপ্নের জার্সি গায়ে গর্বিত এলিটা 

ঢাকা: নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট- সব ঠিকঠাক। কিংসলের এখন দরকার শুধু ফিফার অনুমতি। বাফুফে খুব শিগগিরই এলিটা কিংসলের খেলার অনুমতি মিলবে বলে ইঙ্গিত দিলেও এখনো সেটি হয়নি।

তবে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই বাংলাদেশি। 

নতুন কোচ অস্কার ব্রুজন বৃহস্পতিবার বিকেলে যে ২৭ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছেন সেখানে অন্যরকম আকর্ষণ ছিল এই কিংসলে। শুরুতে ক্যাম্পের একমাত্র নতুন মুখও ছিলেন তিনি। পরে যোগ হয়েছেন আবাহনীর তরুণ মিডফিল্ডার রিদয় খান।

অনুশীলন শেষে এলিটা কিংসলে জানালেন, ‘বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার অনুভূতিই আলাদা।’‘ক্লাব ফুটবল খেলে এখন আমরা সবাই একসঙ্গে। এটা জাতীয় দল। তাই অন্যরকম আনন্দ এখানে। আমি প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছি। আমি রোমাঞ্চিত। এখন আমার দৃষ্টিটা শুধুই অনুশীলনে, কাজে। ক্লাবেও কাজ করেছি, এখানে শুরু করলাম। ক্লাব ও জাতীয় দলের অনুশীলনে কাজ আলাদা, এখানে আমরা সবাই একসঙ্গে’- যোগ করেছেন নতুন এই বাংলাদেশি।

সাফে নিজের খেলার সম্ভাবনা প্রসঙ্গে এলিটা কিংসলে বলেছেন, ‘এখানে আমার কিছু করার নেই। এটা বাফুফে দেখছে আমি খেলার জন্য যোগ্য হবো কিনা। যদি সুযোগ আসে তাহলে নিজেকে প্রমাণের চেষ্টা করব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!