• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমবাপেকে ভদ্র হতে বললেন মেজের কোচ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:৪০ পিএম
এমবাপেকে ভদ্র হতে বললেন মেজের কোচ

ঢাকা: একেবারে তলানির দলগুলোর বিপক্ষেও জয় পেতে বেশ বেগ পেতে হচ্ছে পিএসজিকে। এই যেমন দুদিন আগেও মেজের মতো দুর্বল দলের বিপক্ষে হাকিমির গোলে কোনোমতে জিতেছে নেইমাররা। যদিও এই ম্যাচে ছিলেন না মেসি।

ওইদিন ম্যাচ জেতার পর কিলিয়ান এমবাপে নাকি অঙ্গভঙ্গিতে একটু বাড়াবাড়িই করে ফেলেছিলেন। আর সেটি ভালো লাগেনি মেজ কোচের। এমবাপ্পেকে তাই তিনি ‘ভদ্র’ হওয়ার পরামর্শ দিয়েছেন।

উদ্‌যাপনের সময়ে মেসের গোলকিপার আলেকসাঁদ্রে ওকিদজার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন এমবাপে। পিএসজি তারকার কোনো এক কথায় খেপে ওঠেন আলজেরিয়ান এই গোলকিপার। গোলের আগেও এমবাপে-ওকিদজার মধ্যে একবার কথা-কাটাকাটি হয়েছিল।

ম্যাচ শেষেও থেকে গিয়েছিল সেসবের রেশ। এসব মাথায় রেখেই এমবাপেকে ভদ্র হওয়ার আহ্বান জানিয়েছেন আন্তোনেত্তি, ‘আমি এমবাপেকে ভালোবাসি। কিন্তু আপনি যদি মানুষের ভালোবাসা পেতে চান, তাহলে ও রকম ব্যবহার করলে চলবে না।’আন্তোনেত্তির কথায় স্পষ্ট, খেলোয়াড় এমবাপের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা থাকলেও মানুষ এমবাপের আচার-ব্যবহার নিয়ে তিনি বিশেষ সন্তুষ্ট নন, ‘ও আরেকটু ভদ্র হলেই পারে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!