• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডকে বয়কট করতে বললেন ইউনুস


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৪:৩৫ পিএম
নিউজিল্যান্ডকে বয়কট করতে বললেন ইউনুস

ঢাকা: নিউজিল্যান্ডের সফর বাতিল নিয়ে ফুঁসছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। কেউ কড়া প্রতিশোধের কথা বলছেন আবার কেউ একেবারে বয়কট করার আহ্বান জানাচ্ছেন।

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনুস খান অবশ্য মাঠে প্রতিশোধের চেয়ে বয়কট করাকে বড় প্রতিশোধ হিসেবে দেখছেন।

একইসাথে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে সমঝোতা স্মারকের বিষয়টি আরও পাকাপোক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।  

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের নিরাপত্তা সংস্থা যদি মনে করে তাদের ওপর হামলার আশঙ্কা আছে, তাহলে তারা সিরিজ থেকে বেরিয়ে যেতেই পারে। কিন্তু পাকিস্তানের উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া।’

তবে একইসাথে এ-ও জানিয়েছেন, পিসিবির উচিৎ নিজেদের জাতীয় দলের প্রতি আরও যত্নশীল হওয়া। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি স্বাক্ষরে আরও কৌশলী হওয়ার পরামর্শ ইউনুসের।

তিনি বলেন, ‘আপনি যদি পাকিস্তানে নিজেদের জাতীয় দলকে সম্মান না করেন, তাহলে বিশ্বের কোনো দেশ আপনাকে সম্মান করবে না। এটা কথা কম বলে কাজ করার সময়। এই সময়টায়, আমি মনে করি আমাদের দেখার মত কেউ নেই। মুসলিম হিসেবে আমাদের ভালো ব্যবহার করতে হবে এবং দেশের প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু সবার আগে সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে হবে।’

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!