• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌরভের চরিত্রে অভিনয় করবেন না রণবীর


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৬:২৯ পিএম
সৌরভের চরিত্রে অভিনয় করবেন না রণবীর

ঢাকা: ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন রণবীর কাপুর। 

ভারভীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত কোনো বায়োপিকে অভিনয় করতে আগ্রহী নন রণবীর। অথচ এই রণবীর কাপুরই সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' তে অভিনয় করে তোলপাড় ফেলে দিয়েছিলেন। 

এদিকে টালিউড তারকা পরমব্রতকে সৌরভের বায়োপিকে সৌরভের চরিত্র ফুটিয়ে তোলার প্রস্তাব দেওয়ারও পরিকল্পনা ছিল। গঠন ও অবয়বে সৌরভের সাথে মিলও আছে বেশ। তবে প্রযোজকরাই শেষপর্যন্ত পরমব্রতকে বেছে নেননি। ভারতীয় গণমাধ্যমের দাবি, টালিউডের নায়ক বলেই এই দৌড়ে পিছিয়ে পড়েছেন পরমব্রত।

অনেকে অবশ্য সৌরভকেই নিজের বায়োপিকে অভিনেতা হিসেবে দেখতে চাইছেন। বিভিন্ন টিভি শো-তে মুন্সিয়ানা দেখানো সৌরভের পারফরম্যান্স ক্যামেরার সামনে খারাপ নয়। দুই নায়কের নাম সামনে এলেও শেষপর্যন্ত তাদের কেউ নির্বাচিত না হওয়ায় জল্পনা-কল্পনা আছে খোদ সৌরভের অভিনয় নিয়ে।

ইতোমধ্যে বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়ে গেছে। সৌরভের বাল্যকাল থেকে শুরু হয়ে বিসিসিআই সভাপতি পদে আসীন হওয়া পর্যন্ত থাকবে বায়োপিকের ব্যাপ্তি।

সৌরভের বায়োপিকের প্রোডাকশনে থাকবে রূপালি জগতের প্রখ্যাত প্রতিষ্ঠান ভিয়াকম। বায়োপিকের বাজেট ধরা হয়েছে ২০০ থেকে ২৫০ কোটি টাকা। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!